বাজেটে সামাজিক সুরক্ষাখাতে শুভঙ্করের ফাঁকি!

সামাজিক সুরক্ষাখাতে বাজেট বরাদ্দে যেন শুভঙ্করের ফাঁকি। পেনশনের অর্থ যোগ করে দেখানো হয় বিশাল বরাদ্দ। আসছে বাজেটে এই অর্থ বাদ দিয়ে শুধু সুরক্ষায় বরাদ্দ দেখানোর আহ্বান বিশেষজ্ঞদের। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীর তালিকা ও কর্মসূচিকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। আর অপচয়, দুর্নীতি রোধ করে এ খাতের সুবিধা বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার।

রাষ্ট্রের শ্রেণিবিন্যাসে পিছিয়ে পড়া মানুষদের ভালো রাখার, এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। এর নাম সামাজিক সুরক্ষা খাত, বরাদ্দ লাখ কোটি টাকা। কিন্তু সেই সুরক্ষা কর্মসূচিতে কতটা সুরক্ষিত পিছিয়ে পড়াদের জীবন?

গত পাঁচ বছরে গড়ে ৮ হাজার কোটি টাকা করে বরাদ্দ বাড়ার পাশাপাশি বেড়েছে সুবিধাভোগীর সংখ্যাও। তবে মাস চালানোর জন্য এখনও বিধবা, বয়স্ক কিংবা প্রতিবন্ধীদের ৬০০ থেকে ৮৫০ টাকা বলে দেয়, এ বরাদ্দে জীবন বদলায় না।

সুবিধাভোগীরা বলছেন, মাসে ৬০০-৮৫০ টাকায় কিছুই হয় না। কোনো কোনো দিন না খেয়েও থাকতে হয়। নানারকম আশ্বাস দেয়া হলেও, শেষে মেলে না কিছুই।

তবুও যারা ভাতা পান, ধরে নেন কিছু তো মেলে। বড় মুখ করে বলা যায়, ঘরে পৌঁছেছে রাষ্ট্রের সহায়তা। কিন্তু যাদের যুদ্ধ চলে সুবিধাভোগীর তালিকায় নাম লেখাতে, ভোগান্তির ভয়ে সে সুরক্ষাটুকুও চান না তারা। অসহায় এসব মানুষ বলেন, যাদের প্রকৃতই অর্থ বা সুবিধা দরকার, তারা পান না। অথচ যাদের দরকার নেই, তারাই লুটে নিচ্ছে সব।

বরাদ্দে শুভঙ্করের ফাঁকি হলো, ২৭ ভাগই ব্যয় হয় সরকারি চাকরিজীবীদের পেনশন ভাতায়। তাই শুধু বরাদ্দ বাড়ানোই নয়, সুষম বণ্টনসহ এ খাতের কর্মসূচিগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ভাতার পরিমাণ বাড়াতে হবে। তবে ভাতা যেন সঠিক মানুষের কাছ পৌঁছায়; এটিও নিশ্চিত করতে হবে।

এমন বাস্তবতায় আসছে বাজেটে অপচয়, দুর্নীতি রোধ করে সামাজিক সুরক্ষা খাতের সুবিধা বাড়ানোর কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ভাতা কিছুটা বাড়বে এবারের বাজেটে। বেশি বাড়াতে পারব না।

গত কয়েক বছর বরাদ্দ বাড়লেও বদলায়নি বণ্টনের ন্যায্যতা। সেখানেই জোর দেয়ার পরামর্শ আসছে বারবার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, ২০২২ সাল পর্যন্ত সামাজিক সুরক্ষা খাতের আওতায় থাকা সুবিধাভোগীর ৭৩ শতাংশই ছিল ভুয়া।

এদিকে, অব্যবস্থাপনার ফিরিস্তি তুলে ধরা অন্তর্বর্তীকালীন সরকারের এবারের বাজেটে অবহেলিত, বঞ্চিত মানুষদের জন্য কী সুখবর থাকছে; তাই দেখার অপেক্ষায় পিছিয়ে পড়া মানুষরা।

Scroll to Top