স্বর্ণের গহনা কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র

কালো টাকার লেনদেন বন্ধ করতে মরিয়া ভারতের নরেন্দ্র মোদি সরকার। এই উদ্যোগ নিতে গিয়ে ভারত সরকার ইতোমধ্যে কয়েকটি নোট বাতিল করে নতুন নোটও ছেড়েছে বাজারে। ব্যাংকে বড় লেনদেন, শেয়ারবাজারে বিনিয়োগের মতো আরো কয়েকটি খাতে বাধ্য করেছে জাতীয় পরিচয়পত্র বা আধার কার্ড। সেই ধারাবাহিকতায় এবার স্বর্ণের গহনা কিনতেও আধার কার্ড বাধ্যতামূলক করছে দেশটির কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক খবরে বলা হয়েছে, কালো টাকা লেনদেন রুখতে সম্প্রতি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় আরও কড়া ভাবে আনা হয়েছে গহনাকে। এখন থেকে কেউ ৫০ হাজার রুপি বা তার বেশি মূল্যের গহনা কিনতে গেলেই দিতে হবে আধার কার্ডের অনুলিপি। আধার নম্বর ও সেখানে থাকা নাম-ঠিকানা বিক্রেতাকে বিলে উল্লেখও করতে হবে।

খবরে বলা হয়েছে, নতুন এই নিয়মের আওতায় এখন থেকে ভারতে গহনা শিল্পের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে ডিজি জিএসটি ইন্টেলিজেন্স।

তবে ব্যবসায়ীদের দাবি, ওই আইনের আওতায় গহনায় লেনদেনের বিষয়টি আগেও ছিল। তবে নতুন আইনে কেবল হয়রানি বাড়বে। তাদের বক্তব্য, আজকের বাজারে ৫০ হাজার রুপির গহনা আর কতটুকু? তা কিনতেও যদি এত কড়াকড়ি হয়, তবে সাধারণ ক্রেতাই হয়তো মুখ ফিরিয়ে নেবেন। মার খাবে শিল্প।

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, গহনা কিনলে তাতে তার মজুরি এবং ৩% জিএসটি মিলিয়ে ক্রেতাকে প্রায় ২০% টাকা বাড়তি দিতে হয়। যা ওই গহনা বিক্রির সময় আর ফেরত পাওয়া যায় না। তাই গয়নায় লগ্নি করার পথে সাধারণত কালো টাকার মালিকরা হাঁটেন না বলেই আমাদের ধারণা।

তিনি বলেন, এমনিতেই গহনার বাজারে এখন চাহিদা কম। তার উপর নতুন এই নিয়ম অন্তত সাময়িক ভাবে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি