পাকিস্তানের হাবিব ব্যাংক বন্ধের নির্দেশ

প্রায় ৪ দশক পরিচালিত হওয়ার পর পাকিস্তানের হাবিব ব্যাংক বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ে ব্যাংকটি যুক্ত থাকার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ব্যাংকটিকে বারবার সতর্ক করার পরও তারা নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক এটি।

নিউ ইয়র্কের ব্যাংকিং কর্মকর্তারা বলছেন, ব্যাংকটি সন্তাসবাদে অর্থায়ন, মানি লন্ডারিংসহ অন্যান্য অবৈধ কার্যক্রমের বিষয় বারবার এড়িয়ে গেছে। এ জন্য অবশ্য ব্যাংকটিকে সাড়ে ২২ কোটি ডলার জরিমানা করা হয়।
১৯৭৮ সালে হাবিব ব্যাংক যুক্তরাষ্ট্রে যাত্রা করে। ২০০৬ সালে এর অবৈধ লেনদেনে কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু ব্যাংক বরাবরই তা উপেক্ষা করে।

নিউ ইয়র্কের নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছে, হাবিব ব্যাংক সৌদি আরবের বেসরকারি খাতের ব্যাংক আল রাজি ব্যাংকের হাজার হাজার কোটি ডলার লেনদেনের সুযোগ করে দিয়েছে। অভিযোগ আছে, আল রাজি ব্যাংকই জঙ্গি গোষ্ঠী আল কায়েদায় অর্থায়ন করছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি