গরুর মাংস ৫০০, খাসি ৮০০ টাকা

ঈদের ছুটির দ্বিতীয় সপ্তাহের শেষ কর্ম দিবসে রকমারি পণ্য আর ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে রাজধানীর বৃহৎ কাঁচাবাজার কাওরান বাজার। মাছ, মাংস আর বিভিন্ন সবজির রয়েছে পর্যাপ্ত সরবরাহ। তবে ক্রেতাদের অভিযোগ, গত দুয়েক দিনের তুলনায় সবজির দাম কিছুটা বেড়েছে।

কাওরান বাজারে প্রতিকেজি গরুর মাংস ৫০০ ও খাসির মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে, দেশি মুরগির পিস ৪০০, কক ২৩০, ব্রয়লার ১৩০ টাকা দরে, হাঁস ও মুগির ডিমের হালি ৪৫ ও ৩০ টাকা।

মাছের বাজারে ঘুরে দেখা যায় বিভিন্ন সাইজের ইলিশ বিক্রি হচ্ছে। ইলিশের দোকানে ক্রেতাদের বেশ ভিড়। ৪০০ টাকা জোড়া থেকে শুরু করে ২৬০০ টাকা জোড়া পর্যন্ত বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়াও প্রতিকেজি রুই ২৫০, কাতলা ২৮০, পাঙ্গাস ১২০, কই ১৪০, গলদা চিংড়ি ৭০০, বাইন মাছ ৭০০, শিং মাছ ৬০০, বোয়াল ৮০০, রূপচাঁদা ৭০০, কোরাল ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজি দোকান ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ প্রতিকেজি ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬০, ভারতীয় পেঁয়াজ ৩৫, আদা ১২০, আলু ২৫, চিচিঙ্গা ৩৫, বেগুন ৫০, পটল ৩৫, সিম ১০০, ঢেরস ৩৫, মিষ্টি কুমড়া ১২০, করলা ৫০, পেঁপে ১৫, কচুরলতি ৪০, টমেটো ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাল কুমড়া ৩০ টাকা পিস, লাউ ৩০ টাকা পিস, কাঁচা কলা ২০ টাকা হালি, বাঁধাকপি প্রতি পিস ২৫ টাকা, পুঁই শাকের প্রতি আঁটি ২৫ টাকা, লাল শাকের প্রতি আঁটি ২০ টাকা, কলমি শাক ১০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।

সবজি বাজারে ক্রেতা আব্দুস সালাম জানান, দুই তিন দিন আগে কাঁচা মরিচ ৫০ টাকা করে কেজি বিক্রি হয়েছে। আজ তা ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। বেগুনসহ অন্যান্য সবজিতেও কেজিপ্রতি ১০/১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আব্দুল আউয়াল নামে একজন বিক্রেতা জানান, বাজারে নিয়মিতই দাম ওঠানামা করে।

বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ