৩ বছরের মধ্যে চীনকে টপকাবে বাংলাদেশ

পোশাক রপ্তানিতে চীনকে টপকে যেতে পারে বাংলাদেশ এবং তা হতে পারে আগামী ৩ বছরের (২০২০ সালের) মধ্যেই। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি অনেক বেড়েছে। সম্প্রতি টেক্সটাইল ইন্টিলিজেন্সের প্রকাশিত এক গবেষণা রিপোর্টের বরাতে ১৩ সেপ্টেম্বর বুধবার নিটিং ইন্ডাস্ট্রি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ২০০৭ সালের পর ধারাবাহিক ভাবে বাংলাদেশের পোশাক রপ্তানি ইউরোপীয় ইউনিয়নে বেড়েছে। যা ২০১৬ সালে ১২.২ শতাংশ থেকে বেড়ে ২৩.৪ শতাংশতে দাঁড়িয়েছে। ২০১৬ সালের আগের ৯ বছরে এ হারে পোশাক রপ্তানি আর বাড়েনি।

জানা গেছে, ২০১০ সালের দিকে চীন থেকে অর্ধেকের বেশি পোশাক রপ্তানি হতো ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোতে যা পরের বছরগুলোতে কমতে শুরু করে। এদিকে বাংলাদেশ রপ্তানি দিন দিন বাড়ছে। টেক্সটাইল ইন্টিলিজেন্স তাদের গবেষণায় জানিয়েছেন এমন অবস্থা চলতে থাকলে ২০২০ সালের মধ্যেই বাংলাদেশ চীনকে টপকিয়ে যেতে পারে।

তবে রিপোর্টে এও বলা হয়েছে, সামনের বছরগুলেতে বাংলাদেশ এই দ্রুত বর্ধনশীলতাকে ধরে রাখতে পারে কিনা তার কোনো নিশ্চয়তা নেই।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম