লন্ডন যাওয়ার জন্য জয়াকে বিয়ে করেন অমিতাভ!

সালটা ১৯৭৩ ৷ ওই বছরের ৩ জুন বলিউডের শাহেনশাহ’র সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বঙ্গতনয়া জয়া বচ্চন ৷ বিখ্যাত কবি তরুণ কুমার ভাদুড়ির মেয়ে জয়াও তখন বলিউডের ডাকসাইটে অভিনেত্রী ৷

চার হাত এক হয়ে গেল তাদের ৷ তবে বিয়েটা হয়েছিল মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৷ বাংলাতে একটা প্রবাদ রয়েছে,‘ওঠ ছুরি তোর বিয়ে’৷ এক্কেবারে ঠিক তেমনই ৷ কিন্তু কেন এতোটা তাড়াহুড়ো করে বিয়ে? তা নিয়ে এতদিন মুখ খোলেননি কেউই ৷ তবে এ বার জয়া বচ্চনের জন্মদিনে মুখ খুললেন বিগবি ৷  

আমিতাভ বচ্চন \’স্টোরি নাইটস 2\’ -তে নিজের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং বিবাহিত জীবন সম্পর্কে এমন বহু কথা বলেছেন যা আগে কখনওই জানা যায়নি।  অমিতাভ জানিয়েছেন, ‘‘ তখন জয়া আর আমি জঞ্জির ফিল্মের জন্য কাজ করছিলাম। ছবির টিমের প্রায় প্রত্যেকেই ঠিক করেছিল যে, যদি সিনেমা সাফল্যের মুখ দেখে তাহলে সবাই মিলে লন্ডনে ছুটি কাটাতে যাওয়া হবে।’’  

তিনি আরও বলেন, ‘‘আমি এই কথাটা যখন আমার বাবাকে জানাই তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে, আমার সঙ্গে আর কে কে ঘুরতে যাবে? তিনি যখনই জয়ার নাম শোনেন তখনই তিনি বলেন, তোমাদের বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোমাদের দু\’জনকে একসঙ্গে লন্ডনে যেতে দেব না। তখন আমি বলি, ঠিক আছে তাহলে কালই আমারা বিয়ে করব। তাড়াহুড়োর মধ্যে সামান্য প্রস্তুতি নিয়ে বিয়ে করে নিয়েছিলাম। পরের দিনই দু’জনে লন্ডনে চলে যাই।’’ 

Scroll to Top