লোকসভা নির্বাচনে তারকাদের হার-জিত

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। দ্বিতীয়বারের মতো সরকার গঠন করছে নরেন্দ্র মোদীর দল। এবার জেনে নেয়া যাক, নির্বাচনে তারকাদের হার-জিত।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে আমেথি আসনে জয়ী হয়েছেন অভিনেত্রী শ্রীমতি ইরানি। হিন্দি ধারাবাহিক কিউ কি সাঁস ভি কাভি বহু থির তুলসি খ্যাত শ্রীমতি ইরানি বিজেপিতে যোগ দিয়ে মন্ত্রীও হয়েছেন।

বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে বিহারের পাটনা সাহিব আসনে প্রার্থী হলেও তাকে আগের দলের কাছেই হারতে হচ্ছে।

অপরদিকে তার স্ত্রী পুনম সিনহাও উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে সমাজবাদী পার্টির টিকিট নিলেও সুবিধা করতে পারেননি।

আর বিজেপির বিপুল জয়ের মধ্যেও হেরেছেন দলটির প্রার্থী বলিউডের আরেক তারকা জয়াপ্রদা। তাকে হারতে হচ্ছে পুরনো দল সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে।

উত্তর প্রদেশের ফতেহপুর সিকরি থেকে নির্বাচন করে কংগ্রেসের ভরাডুবিতে বাড়তি যোগ হচ্ছেন রাজ বাব্বর।

মহারাষ্ট্রের মুম্বাই উত্তরে কংগ্রেসের টিকিট নিয়েছিলেন রঙ্গিলা তারকা উর্মিলা মাতন্ডকার। এই আসনে হারছেন তিনিও। সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্তও পাঞ্জা প্রতীকের প্রার্থী হয়ে হেরেছেন।

কংগ্রেসের পাঞ্জা প্রতীক নিয়ে ভোটে নামা অধিকাংশ তারকারা হেরেছেন। তবে বিজেপির টিকেটে প্রায় সব তারকারাই জিতেছেন।

বিজেপির হয়ে জিতেছেন অভিনেত্রী কিরণ খের এবং অভিনেত্রী কাম পরিচালক হেমা মালিনিও।

Scroll to Top