ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’

বিশ্বব্যাপী মহামারী করোনার তাণ্ডবের মধ্যেই আগামী শুক্রবার (০৫ মার্চ) মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড সিনেমা ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’। একই দিন সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেতে যাচ্ছে।

‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’ সিনেমার ভিজুয়ালসমৃদ্ধ ট্রেলার মুগ্ধ করছে দর্শকদের। সিনেমার গল্পে দেখা যাবে, বহুকাল আগে কুমন্দ্রা নামের এক কাল্পনিক পৃথিবীতে মানুষ ও ড্রাগন মিলেমিশে বাস করত। একসময় অশুভ শক্তির হুমকিতে পড়ে সেই সভ্যতা। তখন মানুষকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছিল ড্রাগনেরা।

এর ৫০০ বছর পর সেই একই শয়তান আবারো ফিরে আসে। এবার ভেঙে পড়া পৃথিবী ও বিচ্ছিন্ন মানুষদের এক করতে সর্বশেষ কিংবদন্তি ড্রাগনটিকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে রায়া নামের মেয়েটির ওপর। রায়া কি পারবে ড্রাগনটিকে খুঁজে বের করতে?

করোনার কারণে পিছিয়েছে মুক্তির তারিখ। তাই নির্ধারিত সময়ে মুক্তি দিতে না পারলেও সিনেমাটির সাফল্য নিয়ে বেশ আশাবাদী ডিজনি। অনেকদিন ধরেই দর্শকরা অপেক্ষা করছিল ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’র। দর্শকদের অপেক্ষার অবসানটা ভালোভাবে ঘটবে বলেই বিশ্বাস তাদের। কারণ এতে এমন কিছু রয়েছে যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। এ সিনেমাটি নির্মাণ করেছে ওয়াল্ট ডিজনি।