বহু নাটকীয়তার পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’

একের পর এক নাটকীয়তার পর অবশেষে আজ শুক্রবার বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’ দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আর এর মধ্য দিয়ে আট বছর পর কোনো হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আমদানি করেছে স্পাই থ্রিলার সিনেমাটি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অনন্য মামুন জানান, ৪১টি সিনেমা হলে প্রথম সপ্তাহে পাঠান–এর ২০৬টি শো রয়েছে।

ভারতে মুক্তির চার মাস পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

২০১৫ সালের ২৩ জানুয়ারি ঢাকার সিনেমা হলে সালমান খানের ‘ওয়ান্টেড’ মুক্তির পর হিন্দি সিনেমার প্রদর্শন বন্ধে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলেন শিল্পী ও নির্মাতারা। সেই আন্দোলনের পর দেশের সিনেমা হলে আর কোনো হিন্দি চলচ্চিত্র মুক্তি পায়নি।

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। যা বলিউড ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে অন্যতম। সিনেমাটি ইতিমধ্যে আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপি। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’–এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) সাবেক এজেন্ট পাঠান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ আরও অনেকে।

যদিও ২২ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তির পর শাহরুখ খানের অনুরাগীদের অনেকেই নানা মাধ্যমে সিনেমাটি দেখে ফেলেছেন। এরপরও ঢাকার প্রেক্ষাগৃহে টিকিট কাটতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলীসহ বেশির ভাগ সিনেমা হলেই অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।