ফেরদৌসের প্রচারণায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, হাসপাতালে ১৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা মার্কার প্রার্থী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের প্রচারণায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হাতিরপুল সড়কে নির্বাচনি প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরদৌস আহমেদের প্রচারণায় মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে কলাবাগান থানা যুবলীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিন সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক ফেরদৌস। ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের এই প্রার্থী। দুপুর ১২টায় সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের সামনে থেকে প্রচারণা শুরু করে অলিগলি ঘুরে বেড়ান ফেরদৌস।

Scroll to Top