ফেসবুক পেজ হ্যাক করে কুরুচিকর পোস্ট, যা জানালেন হানিফ সংকেত

নোদন ও শিক্ষামূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সঞ্চালক এবং নির্মাতা হানিফ সংকেতের সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। ফেসবুকে এ তথ্য সঞ্চালক নিজেই জানিয়েছেন। একই সঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হানিফ সংকেত।

গতকাল রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হানিফ সংকেতের ফেসবুক পেজ থেকে এ খবর জানিয়ে লেখা হয়, ‘সুহৃদ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কিছুক্ষণ আগে কে বা কারা আমার এই পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

এরপর লেখা হয়েছে, ‘আমাদের এই পোস্ট দেওয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন সেজন্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

এদিকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হানিফ সংকেত বলেন, ‘হ্যাঁ, অল্প কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল আমার পেজটি। ২-৩ মিনিটের জন্য কী যেন হয়ে গেল। পরে আমার টেকনিক্যাল টিম এসে বলল, স্যার একটু ঝামেলা হয়েছিল। আমি তো এসব দেখি না, জানিও না। অফিসেও ছিলাম না। দেখতে পারিনি কী হয়েছে না হয়েছে। খুব অশ্লীল একটি ছবি নাকি দেওয়া হয়েছিল। আমার টেকনিক্যাল টিমের সবাই লেগে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই তারা উদ্ধার করে পেজটি।’

ইত্যাদির মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয় তুলে ধরেন হানিফ সংকেত। দেন সচেতনতার বার্তা। তবে হ্যাকারদের উদ্দেশে কোনো বার্তা নেই তার। বিষয়টি একেবারেই আমলে নিচ্ছেন না বলে জানান নন্দিত এ মিডিয়া ব্যক্তিত্ব।

 

 

Scroll to Top