Sarukh Khan

শাহরুখের “মান্নাত” কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সালমান!

বলিউড বাদশা শাহরুখ খান গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। পর্দা কিংবা বাস্তব জীবন, শাহরুখকে নিয়ে আগ্রহের শেষ নেই কোটি অনুরাগীর। যার ফলে শাহরুখের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ও থাকে সবসময় আলোচনার শীর্ষে। মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান হিসেবেও জানা হয় এখন মান্নাতকে।

প্রতিদিন সেখানে হাজারও মানুষের ভিড়। যদি একবার সেই বিলাসবহুল বাড়ির ছাদে শাহরুখ খানের দেখা পাওয়া যায়!
মান্নাত শাহরুখ খানের স্বপ্নের বাড়ি। তবে অনেকেই হয়তো জানেন না, মান্নাত কেনার দৌড়ে শাহরুখ খানের আগেও বলিউডের একজনের নাম এসেছিল। কিন্তু তিনি পিছিয়ে যাওয়ায় এই বাড়ি লুফে নেন শাহরুখ খান।

২০০১ সালে মান্নাত কিনেছিলেন শাহরুখ খান। তখন এই বাড়ির নাম ছিল ‘ভিলা ভিয়েনা।’ শাহরুখের আগে এই বিলাসবহুল বাংলো কেনার প্রস্তাব পেয়েছিলেন সালমান খান। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে খোদ ভাইজানই এই তথ্য ফাঁস করেছিলেন।

বলিউড বাদশা শাহরুখ খান গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। পর্দা কিংবা বাস্তব জীবন, শাহরুখকে নিয়ে আগ্রহের শেষ নেই কোটি অনুরাগীর। যার ফলে শাহরুখের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ও থাকে সবসময় আলোচনার শীর্ষে। মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান হিসেবেও জানা হয় এখন মান্নাতকে।

প্রতিদিন সেখানে হাজারও মানুষের ভিড়। যদি একবার সেই বিলাসবহুল বাড়ির ছাদে শাহরুখ খানের দেখা পাওয়া যায়!
মান্নাত শাহরুখ খানের স্বপ্নের বাড়ি। তবে অনেকেই হয়তো জানেন না, মান্নাত কেনার দৌড়ে শাহরুখ খানের আগেও বলিউডের একজনের নাম এসেছিল। কিন্তু তিনি পিছিয়ে যাওয়ায় এই বাড়ি লুফে নেন শাহরুখ খান।

সালমান জানান, মান্নাত কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কেন?
এ প্রসঙ্গে সালমান জানান, সেই সময় নতুন করে সাফল্য পেতে শুরু করেছিলেন তিনি। তাই এমন বিলাসবহুল বাড়ি কেনার প্রস্তাব পাওয়ার কথা বাবা সেলিম খানকে জানিয়ে বাবার পরামর্শ চেয়েছিলেন। কিন্তু ছেলে সালমানকে সেলিম খান বলেন, ‘এত বড় বাংলো নিয়ে করবে কী?’ বাবার এই কথাতেই আর ‘ভিলা ভিয়েনা’ কেনার আগ্রহ দেখাননি ভাইজান। তার বদলে বাংলোটি কিনে ফেলেন শাহরুখ।

২০০৫ সালে বাড়ির নাম ‘মান্নাত’ রাখেন তিনি।
আরেকটি সাক্ষাৎকারে একবার শাহরুখের মান্নাতের প্রসঙ্গ উঠে আসতেই সালমান জানান, বাবার করা সেই প্রশ্ন তিনি শাহরুখকে করতে চান। জানতে চান, ‘এত বড় বাড়িতে কী করেন শাহরুখ?’

ভারতীয় প্রতিবেদন অনুসারে, শাহরুখের স্বপ্নের ‘মান্নাত’-এর বর্তমান বাজারমূল্য ২০০ কোটি রুপির বেশি। অবশ্য মান্নাত তার বিপুল সম্পত্তির একটি অংশ মাত্র। গুঞ্জন রয়েছে, মধ্য লন্ডনের পশ পার্ক লেনে শাহরুখের একটি বিলাসবহুল ভিলা রয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি রুপি মতো। বলিউডের রোমান্স কিংয়ের দুবাইয়ের প্রাইভেট আইল্যান্ডে একটি বাড়িও রয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি রুপি। এছাড়াও তার আলিবাগের বাংলোর দাম প্রায় ১৫ কোটি। বুগাত্তি ভেরন, রোলস রয়েস, বেন্টলির মতো বিলাসবহুল গাড়ির মালিক বলিউড বাদশা।

Scroll to Top