সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনায় এক বাংলাদেশির মৃত্যু

সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো বাংলাদেশি মারা গেছেন। তার মৃত্যুর পর জানা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে। আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। সরকারের পক্ষ থেকে আগামী ৫ মে থেকে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

দেশটিতে শনিবার নতুন করে আরও ৪৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭৫৪৮ জন। সুস্থ হয়েছে ১৩৪৭ জন। আইসিইউতে রয়েছে ২৪ জন।