রোববার সকাল ৯টা থেকে শুরু হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৬ মিনিটে শুরু হয়ে এ সূর্যগ্রহণ চলবে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত। অর্থাৎ গ্রহণের স্থায়ীত্বকাল ৫ ঘণ্টা ৪৮ মিনিট।

এদিন চাঁদ সূর্যকে ঢেকে ফেলবে এবং এক পর্যায়ে রিং অব ফায়ার (আগুনের আংটি) দৃশ্যমান হবে। তবে বার্ষিক এই সূর্যগ্রহণে পৃথিবী পুরো অন্ধকার হয়ে যাবে না৷

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। আগ্রহীরা চাইলেই রিং অব ফায়ার উপভোগ করতে পারেন। তবে খালি চোখে সূর্যগ্রহণ দেখার ব্যাপারে নিষেধ রয়েছে বিজ্ঞানীদের। এতে করে বিকিরিত বিভিন্ন রশ্মিতে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

বিশেষ সানগ্লাস, দূরবীন, ক্যামেরার লেন্স বা টেলিস্কোপ দিয়ে উপভোগ করা যেতে পারে এ সূর্যগ্রহণ।

বলয়গ্রাস সূর্যগ্রহণকে ইংরেজিতে বলা হয় annular solar eclipse।