২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের।

তবে এই সময়ের মধ্যে এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭৯ জন, যাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১০৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪০ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৬৬।