Bangladesh government

পাঁচটি বিসিএসের দুটিতে নারী-পুরুষে অসমতা অনেক

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সবশেষ যে পাঁচটি বিসিএস পরীক্ষা নিয়েছে, তাতে দেখা গেছে কেবল বিশেষ বিসিএস দুটিতে নারী-পুরুষের সমতা কিছুটা কাছাকাছি। অন্যগুলোতে নারী-পুরুষের ব্যবধান অনেক। আর এই বিসিএসগুলোর মধ্যে একটিতে নারী-পুরুষের ব্যবধানে বেশি অসমতা। সেখানে কেবল ৮০ শতাংশের বেশি পুরুষ প্রার্থীই নিয়োগ পেয়েছেন। পিএসসি সবশেষ যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই চিত্র দেখা গেছে।

একটিতে অনেক অসমতা: প্রজ্ঞাপনের আশায় বসে থাকা ৪৩তম বিসিএসের ফলে দেখা গেছে অনেক অসমতা। এখানে পুরুষ প্রার্থী নিয়োগ পেয়েছেন ৮০ শতাংশের ওপর, আর নারী প্রার্থী সাড়ে ১৯ শতাংশ। নিয়োগ পাওয়া পুরুষের সংখ্যা যেখানে ১ হাজার ৭৪২, সেখানে নারী নিয়োগ পেয়েছেন মাত্র ৪২১ জন। অন্য কোনো বিসিএসে এই অসমতা দেখা যায়নি। এখানে মোট ২ হাজার ১৬৩ জন কর্মকর্তাকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেই কর্মকর্তারা নিয়োগ পাবেন ও কর্মস্থলে যোগ দেবেন।

Scroll to Top