বেনাপোলে ৪২ লাখ টাকার স্বর্ণ সহ ভারতগামী ২ যাত্রী আটক

ভারত যাওয়ার প্রাক্কালে বেনাপোল বন্দরে স্বর্ণ সহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮টি স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

আটকরা হলেন মো: সুজন মিয়া ও মো: জনি মোল্লা। আজ সকাল ৮ টা ১৫ মিনিটে তাদের আটক করা হয়। চোরাচালানের দায়ে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

আটক মোঃ সুজন মিয়া শরীয়তপুরের জাজিরা এলাকার আকবর শেখ এর পুত্র। তার পাসপোর্ট নম্বর: BP 0529783। আর মো: জনি মোল্লা মাদারীপুরের শিবচর এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে। তার পাসপোর্ট নম্বর: BP 0531105।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ওই স্বর্ণ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বড়বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন।

বেনাপোল বন্দরের আন্তর্জাতিক চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশন চেকিং অতিক্রমের পর গোপন সংবাদের ভিত্তিতে প্রথম যাত্রীকে শনাক্ত ও তল্লাশি করে শুল্ক গোয়েন্দারা।

এরপর তার ফোনের কল লিস্টের সূত্র ধরে দ্বিতীয় জনকেও আটক করা হয়।
আটক স্বর্ণের পরিমাণ ৮৩২ গ্রাম। মূল্য প্রায় ৪২ লাখ টাকা।

চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারকৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে এবং উদ্ধারকৃত স্বর্ণবার বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল