বাগেরহাটে তিন করোনা রোগীকে প্রধানমন্ত্রীর অনুদান

বাগেরহাটের শরণখোলা উপজেলার তিন করোনায় আক্রান্ত রোগী পেল প্রধানমন্ত্রীর অনুদান। রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন প্রত্যেককে ২৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা ওই তিন রোগীর স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।

এদিকে, শরণখোলায় আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামের বাস করেন। এনিয়ে শরণখোলায় মোট চার জন করোনা রোগীর সন্ধান মিলেছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, ওই ব্যক্তি ঢাকা থেকে বাড়িতে আসার পর গত ১৯ মে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২১মে তার করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে রবিবার (২৪মে) রাতে তার পজেটিভ রিপোর্ট আসে। ওই রোগীকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানানা, সারা দেশের করোনা রোগীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। তারই অংশ হিসেবে শরণখোলার তিনজনকে ২৫ হাজার করে ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।