সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩

সাতক্ষীরা জেলাব্যাপী অভিযান চালিয়ে ৬৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত চলা জেলার আটটি থানা এলাকায় সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ আভিযানে এদেরকে আটক করা হয় বলে জানা গেছে।

অভিযান চলাকালে ১১ পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা সাতক্ষীরা সদর থানা থেকে নিয়মিত মামলায় চারজন, জিআর মামলায় ২১ জন, সিআর মামলায় পাঁচজন, কলারোয়া থানায় নিয়মিত মামলায় দুজন, জিআর মামলায় দুজন, সিআর মামলায় একজনসহ মোট পাঁচজন, তালা থানায় নিয়মিত মামলায় একজন, জিআর মামলায় একজন, সিআর মামলায় একজন এবং অন্যান্য ধারায় একজন।

এ ছাড়া কালীগঞ্জ থানায় নিয়মিত মামলায় একজন, জিআর মামলায় দুজন এবং সিআর মামলায় দুজন, শ্যামনগর থানায় জিআর মামলায় তিনজন, সিআর মামলায় দুজন, আশাশুনি থানায় নিয়মিত মামলায় একজন, জিআর মামলায় একজন, সিআর মামলায় দুজন, দেবহাটা থানায় জিআর মামলায় তিনজন, অন্যান্য ধারায় তিনজন, পাটকেলঘাটা থানায় জিআর মামলায় একজন, সিআর মামলায় একজন এবং অন্যান্য ধারায় দুজনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে