ল্যাবএইড হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

রাজধানীর গ্রীণ রোডের ৪ নম্বর রোডের এক নম্বর হোল্ডিংয়ের ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের মূল ভবনের নকশার ব্যতয় ঘটিয়ে গাড়ি পার্কিয়ের স্থানে স্টোর রুম ব্যবহারের কারণে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সেইসঙ্গে অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে অংশ নেন জোন-৫ (ধানমন্ডি , লালবাগ) এর পরিচালক শাহ আলম চৌধুরী, অথরাইজড অফিসার আশীষ কুমার সাহা।

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালকে এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এক মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পার্কিং স্থান ফাঁকা না করায় এই জরিমানা করা হয়।

এ ছাড়া ৫ নং রোডের ১১ নম্বর হোল্ডিং এ ‘সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার’ ভবনের ১ম ও ২য় বেজমেন্টে (ভূ-তল) নকশা বহির্ভূত অফিস কক্ষ, টয়লেট ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অন্যদিকে ৬ নম্বর রোডের ২/বি নং হোল্ডিংয়ের নিচ তলার ভবনের নকশার ব্যতয় ঘটিয়ে অফিস স্পেসের জায়গায় অবৈধভাবে পরিচালিত ৫টি দোকান ভেঙে গুড়িয়ে দেয় রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

এই এলাকায় রাজউকের অভিযান পর্যায়ক্রমে পরিচালিত হবে বলে জানিয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ