খতিয়ে দেখা হচ্ছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেনবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজ রোববার (৫ ডিসেম্বর) আইনজীবীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে গত মঙ্গলবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে করা আবেদনের পরিপেক্ষিতে আইনমন্ত্রী বলেছিলেন, আমরা অবশ্যই মানবিক, কেউ মারা যাক সেটা আমরা কখনোই চাই না। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। চেয়ারপারসনের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় মন্ত্রী তাদের এসব কথা বলেন।

এদিকে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে তার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ হয়েছে।

সকাল থেকেই শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতারা মিছিল নিয়ে সমাবেশে আসেন। এ সময় শ্রমিক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদির ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Scroll to Top