রেইনট্রির সেই তরুণীকে ক্যামেরা ট্রায়ালে দেড় ঘণ্টার জেরা

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় বাদীকে ক্যামেরা ট্রায়ালে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সফিউল আজমের আদালতে আংশিক জেরার পর ১৪ নভেম্বর পরবর্তী জেরার দিন ধার্য করেছেন আদালত।

এদিন মামলাটির অন্যতম আসামি নাঈম আশরাফ ও সাফাত আহমেদের পক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল এবং এবিএম খায়রুল ইসলাম লিটন প্রায় দেড় ঘণ্টা ধরে বাদীকে জেরা করেন।মঙ্গলবার বেলা ১টার দিকে জেরা শুরু হয়। প্রায় ৩০ মিনিট জেরা হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী কাজী নজিব উল্লাহ হিরু আদালতে কয়েক সাংবাদিকের উপস্থিতির বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। ক্যামেরা ট্রায়ালে এই মামলার বিচারকালে সাংবাদিক থাকতে পারবেন না জানালে বিচারক সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। পরে সাংবাদিকরা বের হয়ে যান।

ভিকটিমের পক্ষে আইনি সহায়তা প্রদানকারী মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি জানান, আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে ভিকটিম অনেক ভয় পেয়েছেন। তবে আমরা তাকে মানসিক শক্তি যুগিয়েছি।

এর আগে গত ১৬ অক্টোবর মামলাটিতে বাদী সাক্ষ্য দেওয়া শুরু করেন।গত ১৩ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

এদিন সাক্ষ্য গ্রহণকালে কারাগারে থাকা আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ৩১ অক্টোবর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি