কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের নারী হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। রাশিদা বেগম (৫১) নামের ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় দিন চিকিৎসা নেওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোয়া ছয়টার দিকে মারা যান।

কারাগার সূত্র জানায়, রাশিদা বেগমকে ১৫ দিন আগে রাজবাড়ীর পাংশা থানার পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে রাজবাড়ী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি অসুস্থ হয় পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

রাশিদা বেগম পরিবারের সঙ্গে পাংশা থানার চাঁদপুর গ্রামে বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রাশিদার জামাতা মাসুদ রানা বলেন, তাঁর শ্যালক মাদকসেবী। পুলিশ মাদকসহ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর শাশুড়ির মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও এলাকার লোকজন শত্রুতাবশত তাঁকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Scroll to Top