আরও এক মামলায় আমীর খসরুর জামিন

রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার আরো এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুই মামলায় জামিন চেয়ে শুনানি করেন আমীর খসরুর আইনজীবীরা।

শুনানি শেষে পল্টন থানার নাশকতার এক মামলায় তার জামিন মঞ্জুর করেন বিচারক এবং রমনা থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন শুনানি শেষে আদেশ পরে দিবেন বলে জানান আদালত।

এ নিয়ে ১০ মামলার ৯টিতে জামিন পেলেন তিনি। এদিন রমনা থানার আরেক মামলায় জামিনের বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুলিশ সদস্য হত্যা মামলায় তাকে ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। তার আইনজীবীরা জানিয়েছেন, আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

Scroll to Top