বাবুল আকতারের স্ত্রী হত্যায় একজনের জামিন

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম শিকদারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাইদুল ইসলাম শিকদারের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ছয় মাসের জামিন দেন।

সেই সঙ্গে কেন আবেদনকারীকে নিয়মিত জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন, আইনজীবী কুমার দেবুল দে। আর রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

২০১৬ সালের ৫ জুন এসপি বাবুল আকাতারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে নগরীর জিওসির মোড়ে শিশুকে স্কুলে নেয়ার পথে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পর মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের নামে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের পর এ ঘটনায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করে পুলিশ। এছাড়া পুলিশ ঢাকায় ডিবি কার্যালয়ে এসপি বাবুল আকতারকে এ হত্যাকাণ্ড নিয়ে টানা ১৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এবং পদত্যাপত্রে সাক্ষর করে।

বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, ০৭ নভেম্বর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top