খুলেছে সুপ্রিম কোর্ট

শীতকালীন অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট। আজ বুধবার থেকে এর নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ মোট ১৪ দিন সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

বন্ধের সময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বিচারিক বেঞ্চ গঠন করা হয়। এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। অবকাশকালীন বেঞ্চে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা সংক্রান্ত বিভিন্ন মামলা এবং নিবন্ধন বাতিল হওয়া জামায়াত দলীয় প্রার্থিতা নিয়ে মামলার শুনানি ও আদেশ হয়েছে।

জরুরি বিষয় নিষ্পত্তির জন্য দুদিন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ এবং হাইকোর্টের পাঁচটি দ্বৈত বেঞ্চ ও তিনটি একক বেঞ্চের কার্যক্রম চলেছে। এর মধ্যে একটি বেঞ্চ নির্বাচনী আবেদন নিষ্পত্তি করেছে। সেখানে অনেক প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়েছে আবার কয়েকজনকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছিল।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়।  গত ২৪ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি করেন তিনি।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top