১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জের বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়। এর আগে বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাউদগাঁও নামক স্থানে দুটি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে উদ্ধারকাজ চলছিল।

শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, \’আখাউড়া থেকে সিলেট সিলেটগামী তেলবাহী ট্রেন বাহুবল উপজেলার রাউদ গাঁও এলাকায় পৌঁছামাত্রই এক বিকট শব্দে ট্রেনটি থেমে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের ৫ ও ১৪ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে রেল লাইনের ১০০ স্লিপার ভেঙে যায়। বগি দুটি উদ্ধার করে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। দুই শতাধিক শ্রমিক স্লিপার ও লাইন মেরামতের কাজ করেছেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।\’

 

Scroll to Top