পঞ্চগড়ে তাপমাত্রা ১২.৮ ডিগ্রি, কাঁপছে উত্তরের মানুষ

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে, এদিন দ্রুতই দেখা মিলেছে সূর্যের।

গত মঙ্গলবার একই সময়ে এখানে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে এখানে তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ওঠানামা করছে ১১-১২ ডিগ্রির ঘরে। মূলত হিমালয়ের নিকটবর্তী অঞ্চল হওয়ায় এখানে শীতের তীব্রতা বেশি। মাসের শেষের দিকে তাপমাত্রার আরও অবনতি হতে পারে।

Scroll to Top