সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।

তিনি বলেন, রাত সাড়ে ৩টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে করে ফেরি চলাচল বন্ধ করা হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ ছিল। পরে সকাল পৌনে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু হয়।

জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পাঁচটি ফেরি ট্রাফিকে রয়েছে। গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী তিনটি ফেরি চলাচল করছে।

Scroll to Top