মানিকগঞ্জে পাটুরিয়ায় ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে মাঝ নদীতে রজনীগন্ধা ফেরিডুবির ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার (১৭ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সকাল ৮টা ১৬ মিনিটের সময়ে ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সকাল ৮টা ২৩ মিনিটের সময়ে ফায়ার সার্ভিসের ডুবুরি স্টেশন উদ্ধার কার্যক্রম শুরু করে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে উদ্দেশে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে, ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন। দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকার ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।

Scroll to Top