সাজেকে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত দলের দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশিষ চাকমা (৩৫) ও দীপায়ন চাকমা (৪০)।

নিহত আশিষ চাকমা উপজেলার রূপকারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোরঘোনা গ্রামের মৃত শান্তি কুমার চাকমার ছেলে। নিহত দীপায়ন চাকমা সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এগুজ্জ্যাছড়ি গ্রামের মৃত অনিল বরণ চাকমার ছেলে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ ইমরান হত্যার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে। দুপুর ২টার দিকে সাজেকের মাচালংপাড়ায় মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা হঠাৎ করে এসে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী এলাকা ঘিরে ফেলেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের দায়ী করেছে ইউপিডিএফ। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন পিসিজেএসএসের বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা। তিনি বলেন, সাজেকে পিসিজেএসএসের সাংগঠনিক কার্যক্রম নেই।

Scroll to Top