বিএসএফের ‘বাধায়’ বেনাপোলে ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ বন্ধ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় বেনাপোল স্থলবন্দরের একটি টার্মিনালের নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। নির্দিষ্ট নকশার দেড় শ গজ অংশে কাজ বন্ধ রয়েছে ২ সপ্তাহ ধরে। এ বছরই টার্মিনালের নির্মাণ শেষ হওয়ার কথা। ব্যবসায়ীরা বলছেন, কাজ শেষ না হলে আমদানি-রপ্তানিতে প্রভাব পড়বে। এজন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান তাদের।

বেনাপোল স্থলবন্দর সম্প্রসারণে ৪১ একর জমিতে পণ্যবাহী পরিবহন টার্মিনালের কাজ শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। তবে গত ২৫ জানুয়ারি ১৬ একর জমিতে চলমান কাজে বিএসএফ বাধা দেয়।

বিএসএফের বাধার মুখে ওই ১৬ একরের মধ্যে সীমান্ত লাগোয়া ১৫০ গজ জায়গা ছেড়ে বাকি অংশে কাজ করছে ঠিকাদার। এজন্য নির্দিষ্ট নকশা অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি জানিয়েছে, বিএসএফের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এরই মধ্যে জানিয়েছি। তাছাড়া বিজিবিকেও জানানো হয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে আইনগতভাবে এই সমস্যার সমাধান করার জন্য আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি।’

Scroll to Top