আসামি ধরতে গিয়ে হামলায় র‌্যাব সদস্যের তিন আঙুল বিচ্ছিন্ন

নরসিংদীর রায়পুরায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাব সদস্যরা। আসামির স্বজনদের ধারালো অস্ত্রের কোপে এক র‌্যাব সদস্যের হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১ উত্তরার কোম্পানি কমান্ডার লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, গ্রেপ্তারের পরই আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্যই র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেখানে কেন এমনটা ঘটল, তা জানার চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে আহত ইমরান হোসেন (৩৫) নামে র‌্যাব-১১ এর এক কনস্টেবলের নাম জানা গেলেও বাকিদের তথ্য পাওয়া যায়নি। র‍্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির নাম ইউনুস আলী (৪০)। তিনি মাদক মামলার আসামি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনুস আলী (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-১ উত্তরার এএসপি তারিকুল ইসলামের নেতৃত্বে একদল র‍্যাব সদস্য রায়পুরার নিলক্ষার সোনাকান্দী গ্রামে অভিযান চালায়। রাত আটটার দিকে ইউনুসকে গ্রেপ্তারের পর ফিরে আসার সময় আসামির স্বজন ও স্থানীয় লোকজন বাধা দেন। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেন তাঁরা। হামলার সময় কনস্টেবল ইমরান হাসানের মাথায় কোপ লাগে এবং তাঁর ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মাসুম বিল্লাহ ও রায়হান নামের আরও দুই র‍্যাব সদস্য আহত হন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের ওপর হামলা হয়েছে। এতে ৩ র‌্যাব সদস্য আহত হয়েছে। ইতোমধ্যে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

Scroll to Top