শ্রীপুরে নির্মাণাধীন ভবনে উঠতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে দারুল ফালাহ্ হাফেজি মাদ্রাসার নির্মাণাধীন ভবনে বাঁশ বেয়ে উঠতে গিয়ে হাত ফসকে পরে পলাশ নামের ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র পলাশ জেলা সদরের সাতনংচড় গ্রামের মো. ইসহাকের ছেলে, সে গোসিংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, ওই মাদরাসার ভবন সংস্কার ও নির্মাণ কাজ চলছে। পলাশ খেলতে গিয়ে মাদরাসা ভবনের পেছন সংস্কার কাজে ব্যবহৃত বাঁশ বেয়ে উপরে উঠার সময় হঠাৎ ফসকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের বাবা ইসহাক জানান, পরিবারের সবার অগোচরে পলাশ বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৮টার দিকে ভবন থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে যান। সেখানে গিয়ে পলাশে মৃতদেহ দেখতে পান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমা উল হুসনা জানান, সকাল ৯টার দিকে পলাশকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

Scroll to Top