বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা করবের বিইআরসি

চলতি মার্চ মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে তা আজ রোববার জানা যাবে। আজ বিকেলে নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত মার্চ ২০২৪ মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা থেকে বাড়িয়ে করা হয় ১ হাজার ৪৭৪ টাকা। যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ৪৩৩ টাকা।

একইসঙ্গে ফেব্রুয়ারিতে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৬৮ পয়সা। যা জানুয়ারি মাসে ছিল লিটার প্রতি ৬৫ টাকা ৬৭ পয়সা।

Scroll to Top