উত্তরা ১১ নং সেক্টরের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার আগেই বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের সঙ্গে অগ্নিনির্বাপণে যোগ দেন। এসময় বাজারের পাশের আধপাকা ঘরের বাসিন্দাদেরও ডেকে বাইরে নিয়ে আসা হয়।

তারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে বাজারের বহু টিনশেড দোকান ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার মার্কেটের আগুন রাত ২টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। আর আগুন নির্বাপন করা হয় রাত ৩টা ৪০ মিনিটে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পর অল্পসময়ের মধ্যেই তা বড় আকার ধারণ করে। এতে সেখানকার বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজারে কয়েকটি লেপ-তোষক ও ফার্নিচারের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যান এবং আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করেন। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

Scroll to Top