ঈদযাত্রায় কবে মিলবে কোন দিনের ট্রেনের টিকিট

ঈদের ছুটিকে সামনে রেখে আগামী ২৫ মার্চ থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। আগামী ১১ এপ্রিলকে ঈদের দিন ধরে—টিকিট বিক্রি এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি ৪ এপ্রিল শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। সাধারণত যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেলওয়ে। তবে এবার ঈদের ক্ষেত্রে সাতদিন আগে পাওয়া যাবে অগ্রিম টিকিট। রেলওয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঈদযাত্রায় কবে মিলবে কোন দিনের টিকিট

২৫ মার্চ মিলবে ৪ এপ্রিল যাত্রার টিকিট, ২৬ মার্চ ৫ এপ্রিল যাত্রার টিকি, ২৭ মার্চ মিলবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ পাওয়া যাবে ৭ এপ্রিল যাত্রার টিকিট, ২৯ মার্চ ৮ এপ্রিলের, ৩০ মার্চ ৯ এপ্রিলের এবং ৩১ মার্চ ১০ এপ্রিলের যাত্রার টিকিট দেওয়া হবে।

ফিরতি টিকিট

৪ এপ্রিল বিক্রি হবে ১৪ এপ্রিল যাত্রার টিকিট, ৫ এপ্রিল মিলবে ১৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিল পাওয়া যাবে ১৬ এপ্রিলের টিকিট, ৭ এপ্রিল ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল মিলবে ১৮ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল মিলবে ১৯ এপ্রিল যাত্রার টিকিট, ১০ এপ্রিল পাওয়া যাবে ২০ এপ্রিলের টিকিট। এছাড়া ঈদুল ফিতরে অনলাইন টিকিটের ওপর ওপর চাপ কমানোর জন্য পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে সকালে এবং পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে বিকালে। এজন্য টিকিট বিক্রির দায়িত্বে থাকা অনলাইন প্ল্যাটফর্ম সহজডটকমকে এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে রেলের বিশেষজ্ঞ টিমও কাজ করছে।

জানা গেছে, এবার ঈদের সময় ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। স্পেশাল ট্রেনগুলোতে বাড়তি কোচ যোগ করার জন্য ওয়ার্কশপগুলোতে ইতিমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে। এছাড়া ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ছাড়া হবে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন।

Scroll to Top