হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে লাগা এ আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও তিনটি ইউনিট।

নৌবাহিনীর অগ্নিনির্বাপণ টিমের লিডিং ফায়ারম্যান মোহাইমিনুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ করতে নৌবাহিনীর ২টি অগ্নিনির্বাপণ টিম যুক্ত হয়েছে। তারা ভেতরে কাজ করে যাচ্ছেন। ওয়াটার টেন্ডার, ওয়াটার ফোম টেন্ডারসহ মোট ১০ জন সদস্য এখানে কাজ করছেন।

তিনি আরও জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন আগুন না বাড়ে।

এর আগে সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। সরেজমিনে দেখা যায়, ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।

Scroll to Top