পেঁয়াজের দামে ব্যাপক পতন, কেজি দাম কমেছে ৩০ থেকে ৪৫ টাকা

কৃষকের পেঁয়াজ বাজারে ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাপক দরপতন শুরু হয়েছে। গত পাঁচ দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৩০ থেকে ৪৫ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানির অন্যতম বন্দর দিনাজপুরের হিলিতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, চারদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৮০ টাকা কেজি দরে, সেই পেঁয়াজই মঙ্গলবার বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে।

বাজারের পেঁয়াজ বিক্রেতা সাকিল হোসেন বলেন, দেশে হালি পেঁয়াজ উঠতে শুরু করেছে। তাই চাহিদার কারণে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে। এদিকে পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ীসহ দেশের পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলোতেও তীব্র গতিতে দাম কমছে পেঁয়াজের।

বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কয়েকদিনের ব্যবধানে পাবনায় পেঁয়াজের দাম মানভেদে কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা কমেছে। সেই হিসাবে প্রতিমণে কমেছে দেড় হাজার টাকার বেশি।

সপ্তাহখানেক আগেও যে পেঁয়াজ ২ হাজার ৮০০ থেকে তিন হাজার টাকা মন বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ বর্তমান বাজারে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।