বৃষ্টি ও কালবৈশাখীর খবর জানাল আবহাওয়া অফিস

মে মাসের শুরুতেই সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। মে মাসের আগামী ১ থেকে ২ তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে। এসময় হতে পারে দমকা বাতাস, বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ও।

আবহাওয়াবিদ বজলুর রশিদ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, মে মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে সারাদেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরুর আগে ঝড়ো হাওয়া বইতে পারে এছাড়াও হতে পারে কালবৈশাখী ঝড়। শুরুতে এই ঝড়-বৃষ্টি ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে দেখা যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

এদিকে গতকাল শনিবার (২৭ এপ্রিল) এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল, আগামী ২৪ ঘন্টায় রোবাবার (২৮ এপ্রিল) সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

Scroll to Top