Medical college fire

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে জেলা সদরসহ আশপাশের কয়েকটি ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় স্টোররুমে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক দীপক কুমার।

হাসপাতালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। কিভাবে এ আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক দীপক কুমার জানান, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। তা দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়।

ওই স্টোররুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত জানা যায়নি। বিষয়টি পরে জানাতে পারব।

Scroll to Top