rejbi22

সরকার গঠনে জনগণের ভোট নয়, বেনজীর-আজিজকে লাগে: রিজভী

ক্ষমতাসীনদের সরকার গঠনে জনগণের ভোটের প্রয়োজন হয় না। তাদের বেনজীর ও আজিজের মতো লোকদের লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৩ জুন) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনয়াতনে আলোচনা সভায়েএ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ একটা ফ্যাসিস সরকার তৈরি করেছে। ভোটবিহীন এ কাজে তাদের বেনজীরকে লাগে, লাগে আজিজকেও। অথচ জণগনের ভোট লাগে না। তারাই আবার জিয়ার পরিবারকে নিয়ে কটূক্তি করে। তাতে কিছু যায় আসে না।’

‘পুলিশের সাবেক মহাব্যবস্থাপক (আইজিপি) বেনজীর আহমেদের সঙ্গে ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে বলেই তার নাম এসেছে,’ বললেন বিএনপির জ্যেষ্ঠ নেতা।

তিনি আরও বলেন, ‘বিএনপি ন্যায়সঙ্গত দাবি আদায়ে আন্দোলনের ডাক দিলে কলা-কচু ক্ষেত থেকে খুঁজে নেতাকর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ। হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেনজীর বিদেশে পালিয়ে যায়, অথচ কেউ কিছুই জানে না। এটাও জনগণকে বিশ্বাস করতে হবে।’

রিজভী বলেন, ‘আমরা এখন নতুন বাকশালে আছি। যেখানে সবকিছু শেখ হাসিনা নির্ধারণ করেন। এখানে নির্বাচন হয় না। তিনি যাকে মনোনীত করেন তাকেই নির্বাচন কমিশন বিজয়ী দেখায়।’

সভায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্বাস্থ্য বিষয়ক সম্দাদক ডা. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

Scroll to Top