২৩ বছর কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন এই বাংলাদেশি

২৩ বছর ধরে কাপড় দিয়ে মুখ ঢেকে চলাফেরা করছেন ৪৫ বছর বয়সী হাসমত আলি। পেশায় তিনি একজন জেলে। আজ থেকে ২৩ বছর আগে বনের পাশের নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন তিনি। মাছ ধরার এক পর্যায়ে ঐ নৌকাতেই ঘুমিয়ে পড়েন তিনি। জঙ্গলে উৎপেতে থাকা বাঘ ঠিক তখনি সুযোগ বুঝে আক্রমণ করে হাসমত আলিকে।

বাঘের আক্রমণের হাত খুব কম মানুষই জীবিত হয়ে ফিরেছেন। তবে হাসমত আলি বাঘের সঙ্গে সেই ভয়ঙ্কর লড়াইয়ে জয়ী হয়েছেন ঠিকই তবে তাকে তার মুখের বেশির ভাগ অংশই হারাতে হয়েছে ঐ যুদ্ধে।

দুই পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানের জনক এই হাসমত আলি। স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছিল তার। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে অনেক ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। অপরিচিত কেউ তাকে দেখলেই আঁতকে উঠে। কারণ বাঘের আক্রমণে হাসমত আলির চেহারায় ধারণ করেছে এক বিকট আকৃতি। হাসমত আলি এখন তার এই অস্বাভাবিক চেহারার চিকিৎসা করাতে চান।

কারণ একটি সুস্থ স্বাভাবিক জীবন কার না কাম্য? চেহারার কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সাতক্ষিরা থেকে খুব শিগগিরই তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জানিয়েছে। সূত্র: ডেকান ক্রনিকল

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ