কমান্ডার পর্যায়ে বৈঠকে বিজিবি-বিএসএফ

সৌজন্য সাক্ষাতে ১৩০ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট ড. রাম কুমার এবং কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ গোলাম ফজলে রাব্বি, পিএসসি উপস্থিত ছিলেন। উক্ত সৌজন্য সাক্ষাতে সীমান্তে সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়। এর পাশাপাশি উভয় সেক্টর কমান্ডারগণ অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানীদের বিরুদ্ধে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জোরালো অভিযান পরিচালনার ব্যাপারে একমত পোষণ করেন।

বিজিবি ও বিএসএফ শনিবার (২৬ অক্টোবর) ভারতের ডিমাতলী নামক স্থানে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এই সৌজন্য সাক্ষাতে বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্নেল মোঃ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুমিল্লা এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি জামিল আহমেদ, গোকুলনগর সেক্টর।

১০ বিজিবি কুমিল্লার সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খান রোববার সকালে এ কথা নিশ্চিত করেন।

এছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে কুশল বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সৌজন্য সাক্ষাত শেষ হয়।

Scroll to Top