সাবানের পরিবর্তে ২০ বছর ধরে মাটি দিয়ে গোসল!

মাটির সাথে মানুষের নিবিড় একটি সম্পর্ক রয়েছে। কেননা মাটি থেকেই যে মানুষের স্মৃষ্টি আবার মৃত্যুর পর সেই মাটিতেই ফিরে যেতে হয় মানুষকে।

“মাটি “ও “মানুষ “এ দুটি বিষয় গ্রাম বাংলায় খুব সহজেই দেখা মিলে। সত্যিকারের সহজ সরল মানুষগুলো গ্রামে আমাদের চারপাশে এখনো আছে।

তিনি দীর্ঘ বিশ বছর ধরে মাটি দিয়ে গোসল করে যাচ্ছেন কিন্তু এর ফলে তাঁর শরীরে নূন্যতম ক্ষতিটুকুও হয়নি বরং তিনি মাটির দিয়ে গোসল করার কারণে অনেক উপকার পেয়েছেন। ( প্রসংগত: সাবানের চেয়ে মাটির দ্বারা অনেক বেশী জীবানুমুক্ত হয়, তা বৈজ্ঞানিকভাব পরীক্ষিত ও স্বীকৃত)