করোনা: দেশে ২,৬৩৫ জন আক্রান্তের মধ্যে ৭১ শতাংশ পুরুষ, নারী ২৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২,৬৩৫ জন। আকান্তদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ আর নারী ২৯ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত দেশে ৬৩ হাজার ০২৬ জন।

আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫২১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৩ হাজার ৩২৫ জন।

Scroll to Top