ইতালিতে কোনো চালক ছাড়াই চললো ট্রেন, অতঃপর…

কোনো চালক ছাড়াই ইতালিতে একজন যাত্রী নিয়ে চালু হওয়ার পর লাইনচ্যুত হয়েছে ট্রেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ওই দেশের সংবাদমাধ্যম।

জানা গেছে, ট্রেনটির চালক এবং কন্ডাক্টর ট্রেনটি স্টেশনে থামিয়ে বিরতিতে যায়। তখন ট্রেনটিতে একজন যাত্রী ছিল। কিন্তু হঠাৎই ট্রেনটি কোনো চালক ছাড়াই মিলানের উত্তর দিকে প্রায় সাত কিলোমিটার এগিয়ে যায়।

সাত কিলোমিটার যাওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এঘটনায় ট্রেনের যাত্রীসহ মোট ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতালির রেল কর্তৃপক্ষ।

: এএফপি।