ভোরেই কেন ফাঁসি দেওয়া হয় আসামীকে?

খবরের কাগজে প্রায় সময় আমরা নানা ফাঁসির খবর পরে থাকি। তবে সেখানে একটা বিষয় লক্ষ্য করেছেন? সব ফাঁসি কিন্তু ভোর বেলাতেই দেওয়া হয়ে থাকে। ঠিক কি কারনে ভোর হওয়ার আগেই ফাঁসি দেওয়া হয় তা জানিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম-

প্রধানত ৪টি রয়েছে কারণ-

প্রশাসনিক কারণ: সকাল সকাল ফাঁসি দেওয়া হয় কারন জেলের অন্য কাজ কর্মে যাতে কোনো অসুবিধা না হয়। তাই অন্য কাজ শুরু হওয়ার আগেই ফাঁসির কাজ টা সেরে ফেলা হয়। ফাঁসি দেওয়ার পরও নানা রকম কাজ থাকে যেমন বডির ডাক্তারি পরীক্ষা করা ,এছাড়াও বাড়ির লোকের হাতে দেহ হস্তান্তর করা ইত্যাদি।

নৈতিক কারণ: ফাঁসি যেই ব্যক্তি কে দেওয়া হবে তাকে যেন অতিরিক্ত মানসিক যন্ত্রনা ভোগ না করতে হয় তাই দিনের আলো ফোটার আগেই রাতে ঘুম থেকে তুলে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়।

সামাজিক কারণ: ফাঁসি নিয়ে সমাজের বহু মানুষের বহু রকম আপত্তি থাকে। তাই সমাজ জেগে ওঠার আগেই ফাঁসি পর্ব সেরে নেওয়া হয়।

আইনি কারণ: অনুসারে বলা হয়েছে দিনের আলোর ফোটার আগেই ফাঁসি দেওয়া হবে।

বাংলাদেশ সময় : ১২৪২ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top