স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখলেন স্বামী, অতঃপর বন্ধুকে

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক! আর তার জেরেই একজন ঘনিষ্ঠ বন্ধু তথা দক্ষিণ দিল্লির সাকেতের পানশালার কর্মী বিপিন জোশীকে খুন করেছিল পুরুলিয়ার বাসিন্দা বাদল মণ্ডল ওরফে স্বপন সিং। ওড়িশা পুলিশের হাতে ধরার পড়ার পর নিজে মুখেই খুনের কথা স্বীকার করে নিল সে। গত ১৮ অক্টোবর রাতে ওড়িশার ঝাড়সুগুদা পুলিশের হাতে ধরা পড়ে বাদল।

এরপর ২০ অক্টোবর তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যায় সেখানকার পুলিশ। উত্তরাখণ্ডের বাসিন্দা বিপিনের সঙ্গে নিজের স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে, এই সন্দেহেই বন্ধুকে খুন করে এবং দেহ তিন টুকরো করে ফ্রিজে রেখে দেয় বাদল। জেরায় দিল্লি পুলিশকে এমনটাই জানিয়েছে সে।

জেরায় বাদল জানায়, তার স্ত্রীর সঙ্গে বিপিনকে ঘনিষ্ঠ ভাবে দেখে নেওয়াতেই তার প্রিয় বন্ধুকে খুনের ষড়যন্ত্র করে। ঘনিষ্ঠতার দৃশ্য দেখে প্রথমে একেবারে চুপচাপ ছিল সে। তারপর দশেরার আগে তার স্ত্রী ও দুই কন্যাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর গত ৯ অক্টোবর মধ্য রাতে মেহরৌলির সাইদুলবাজারে নিজের ফ্ল্যাটে মদের আসর বসিয়ে বন্ধু বিপিনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। এখানেই শেষ নয়, খুন করার পর দেহ তিন খণ্ড করে কালো প্লাস্টিকে মুড়ে ফ্রিজে রেখে দেয়। তারপর ওই ভাড়া করা ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়।

জানা গিয়েছে, এই বাদল ও বিপিন দু’জনেই দক্ষিণ দিল্লির সাকেতের একটি বারে কাজ করত। বিপিন ওই বারের একজন কর্মী ছিল। বাদল সেখানে কুকের কাজ করত। তাদের প্রায় সাত বছরের বন্ধুত্ব ছিল। দু’জনেই ৯ অক্টোবর থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় তাদের সহকর্মীদের সন্দেহ বাড়ছিল। বিপিনের পরিবার বিপিনকে না পেয়ে ১২ অক্টোবর স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে।

এরপর গত ১৪ অক্টোবর বিকালে বিপিনের ভাই মহেশ বাদলের ভাড়া করা ফ্ল্যাটের ঘরের বাইরে গেলে দুর্গন্ধ নাকে লাগে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে জানালে, ওই ফ্ল্যাটের তালা ভেঙে ফ্রিজ থেকে বিপিনের তিন খণ্ড মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বাদলের পাশেই একটি ফ্ল্যাটে ভাড়া থাকত বিপিন। যদিও, পুরুলিয়ার বলরামপুরের হাঁসপুরের যুবক বাদল ওরফে স্বপন যে এইভাবে খুন করতে পারে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না তার প্রতিবেশীরা।

বাংলাদেশ সময় : ১৮১৫ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ