জামালপুরে বন্য হাতির তাড়া খেয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী যদুরচরে বন্য হাতির তাড়া খেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিছ আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।ইদ্রিস আলী বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় উজানপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

এলাকাবাসীরা জানান, গত বৃহস্পতিবার থেকে বকশিগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের যদুরচরে বন্য হাতির দলটি অবস্থান করে। এ সংবাদ পেয়ে এলাকাবাসিরা হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য বাড়ির আশপাশে বৈদ্যুতিক তারে সংযোগ দিয়ে রাখে। শুক্রবার সন্ধ্যায় বাট্টাজোড় উজানপাড়া গ্রামের ইদ্রিস আলী তার বন্ধুদের সাথে নিয়ে যদুরচর এলাকায় বন্য হাতির পাল দেখতে যায়।

এ সময়ে বন্য হাতি তাড়া করলে ইদ্রীস আলী দৌড় দিলে বৈদ্যুতিক তারে জড়িয়ে সে পাশের একটি ডোবায় পানিতে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, এখন পর্যন্ত বন্য হাতির দলটি বকসিগঞ্জ সীমান্তে অবস্থান করছে।